বাংলাদেশের জনগনের আর্থ সামাজিক উন্নয়নে শতাধিক বছর ধরে সমবায় গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করছে। সমবায়ের গুরুত্ব বিবেচনা করে বাংলাদেশের সংবিধানে সমবায়কে মালিকানার তিনটি খাতের অন্যতম খাত হিসেবে উল্লেখ করা হয়েছে। কৃষি পণ্যের উৎপাদন বৃদ্ধির মাধ্যমে গ্রামীণ অর্থনীতির বিকাশের লক্ষে ১৯০৪ সালে সমবায় আন্দোলনের সূচনা হলেও বর্তমানে মৎস্য, দুগ্ধ, গৃহায়ন, ক্ষুদ্র ঋণ ও সেবা খাতের মত অন্যান্য অর্থনৈতিক সেক্টরে সমবায় কার্যক্রম বিস্তৃত হয়েছে।বাংলাদেশে সামাজিক সচেতনতা সৃষ্টি, উদ্যোক্তা উন্নয়ন এবং কমিউনিটি ভিত্তিক কার্যক্রম গ্রহনে সমবায়ের অপরিসীম সুযোগ রয়েছে। তুলনামূলক সুবিধাসৃজনশীল সমবায় উদ্যোগকে সহায়তা করতে সমবায় অধিদপ্তর বদ্ধপরিকর।ই-গভরনেন্স সহজতর করা এবং ডিজিটাল বাংলাদেশের দিকে এগিয়ে যাওয়ার লক্ষ্যে এ ওয়েবসাইট আপনার চাহিদা পূরণ এবং সমবায়ের অর্থবহ উন্নয়নে সহায়তা করবে। এ ওয়েবসাইট এর আরও উন্নয়নে আপনার মূল্যবান মতামত/ পরামর্শ সাদরে গ্রহন করা হবে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস